ভাবো মাঠের ঐ শাপলাগুলোর কথা

ফুলগুলো ঘোষণা দেয়, উপদেশ দেয়, যদি আমরা শুনিঃ শিশির সিক্ত ভোরে গোলাপটা বলে উঠেঃ আমিই সুন্দরতম; অথচ আমার সবটুকু প্রাণবন্ততা জন্ম নেয় একটা কাঁটার উপর। শস্যের মধ্য থেকে পপি ফুলটা বলে উঠেঃ দেখো আমার অত্যুজ্জ্বল লালবর্ণের মাথাটা, দৃশ্যমান আর আমি পড়ে থাকি তাচ্ছিল্যে; তথাপি আমার কৌতূহলী রঙ্গের কাপে টলমল করে সূক্ষ্ম গুনে গুণান্বিত রস। শাপলারা […]