কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি

কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি— সে নিজেই অনুগ্রহ করে দাঁড়িয়েছিল আমার জন্যে— ক্যারিজটা শুধু আমাদেরকেই বহন করছিল— আর সাথে অমরত্ব। আমরা ধীরে এগুতে লাগলাম — তাঁর কোন তাড়া ছিলনা এবং আমি ছেড়ে দিলাম আমার সকল শ্রম, ব্যস্ততা আর অবসরটুকুও, তাঁর সৌজন্যে। আমরা স্কুলটা অতিক্রম করলাম, যেখানে শিশুরা খেলছিল — বলয়টাতে — আমরা অতিক্রম করলাম […]