দিনটা চলে গেছে, এবং চলে গেছে তাঁর মিষ্টতাও!

দিনটা চলে গেছে, এবং চলে গেছে তাঁর মিষ্টতাও! মিষ্টি কণ্ঠ, মিষ্টি ঠোঁট, নরম হাত এবং আরও নরম বক্ষদেশ, উষ্ণ নিঃশ্বাস, মৃদু ফিসফিসানি, কচি আধো-স্বর, উজ্জ্বল চক্ষুদ্বয়, মার্জিত দেহ, এবং অবসন্ন কোমর! ফুলটা মলিন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে তাঁর সবটুকু ফুটন্ত প্রাণ, মুছে গেছে সৌন্দর্যের দৃষ্টি আমার চক্ষু থেকে, মুছে গেছে সৌন্দর্যের আকৃতি আমার বাহু […]

মুভি দ্যা বদারসাম ম্যান — “সোশ্যাল নর্ম” এর কারাগার থাইকা বাইর হইয়া আসার একটা ওয়েক আপ কল

ট্রাফিক জ্যাম, দুর্গন্ধ, ময়লা আবর্জনা, চাকুরীর আকাল, মারামারি-হানাহানি, হরতাল অবরোধের এই শহর থাইকা আপানারে যদি একটা এসি বাসে উঠাইয়া দেওয়া হয়। বাসটা যদি আপনারে একটা আইসোলেটেড জায়গায় নামাইয়া দেয়। নামার লগে লগেই যদি একজন গাড়ি নিয়া আইসা আপানারে রিসিভ কইরা নেয় যেইখানে সে আপানার লাইগা ওয়েলকাম ব্যানারও লাগাইয়া রাখছিল। তারপর সে যদি আপনারে একটা ছোট্ট […]