ভালোবাসার পর ভালোবাসা

সময় আসবে
যখন বিশুদ্ধ আনন্দে উচ্ছসিত তুমি
নিজেকে আলিঙ্গন করবে
নিজের দরজায়, নিজের আয়নায়,
এবং তুমি আর ‘তুমি’ দুজনের ঠোঁটের কোণেই
ফুটে উঠবে হাসি, আলিঙ্গনে।

এবং যা বলার আছে বলো, বস এখানে, খেয়ে নাও।

তুমি আবারো ভালবাসবে
সেই আগন্তুককে,
আগন্তুক তোমারই ছদ্মবেশ।

পানাহার করাও।
সর্বোপরি হৃদয়টা তাকে ফেরত দাও
যাকে ভালবেসে এসেছ

শুরু থেকে, অবহেলাও করছ সেই শুরু থেকেই
অন্য কিছু পাওয়ার আশায়। অথচ
সেই তোমাকে হৃদয় দিয়ে বোঝে।

নামাও সব প্রেমপত্র তোমার ঐ
বুকসেলফ থেকে! সরাও সব ছবি!
ছিলে ফেলো নিজের প্রতিবিম্ব
আয়না থেকে!

বসো, জিরোও।
ভোগ কর নিজেকে,
জীবনকে।

অনুবাদ
০৩/০২/২০১৬
মূলঃ লাভ আফটার লাভ – ডেরেক ওয়ালকট

Comments

comments

1,919 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *