আমি তোমার পাশাপাশি শুয়ে ঘুমুতে চাই,
গিঁট লেগে থাকবে তোমার-আমার চুলে।
একীভূত আমাদের অঙ্গ দুটো,
বালিশে রূপ নেবে তোমার মাথা।
আমি তোমার পিঠাপিঠি হয়ে ঘুমুতে চাই,
নিঃশ্বাসহীন একত্বতা।
কোন শব্দ নেই আমাদের অন্যমনস্ক করার,
কোন চক্ষু নেই মিথ্যা বলার,
কোন বস্ত্র নেই কৃত্রিমতার।
আমি তোমার বুকে বুক মিশিয়ে ঘুমুতে চাই,
চাপা উত্তেজনায় ঘর্মাক্ত,
হাজারো কাঁপুনির সাথে জ্বল জ্বল করা,
একটা অতীন্দ্রিয় সুখে ডুবে যাওয়া,
বিস্তৃত হয়ে হেলে পড়া তোমার ছায়ায়,
ক্ষতবিক্ষত হওয়া তোমার জিহ্বায়,
এবং সুখের আবেশে আলিঙ্গন করা
মৃত্যুকে।
মে ১৪, ২০১৮