অনুপস্থিতি

আমি ছাইড়া যাই নাই তোমারে, খুব একটা,
যখন তুমি ঢুইকা পড় আমার ভেতর, স্বচ্ছ,
অথবা কম্পমান,
অথবা অপ্রস্তুত, আহত হইয়া আমার দ্বারা
অথবা উদ্বেলিত, ভালোবাসায়,
তোমার চক্ষু বুইঝা আসে উপহার পাইয়া,
জীবনের অন্তহীন উপহার, আমি দেই তোমারে।
 
প্রিয়তমা,
আমরা দুইজন দুইজনরে খুঁইজা পাইলাম
তৃষ্ণার্ত, পান করলাম সবটুকু
পানি, আর
সবটুকু রক্ত,
আমরা পাইলাম দুইজনরে
ক্ষুধার্ত,
খাইলাম একে অন্যরে
আগুন যেমন খায় আগুনরে
জখম হইলাম দুইজনেই।
 
অপেক্ষা কইরো আমার জন্যে,
জমাইয়া রাইখো তোমার মিষ্টতা।
তোমারেও আমি দিব
একটা গোলাপ।
 
তর্জমা © শরিফুল ইসলাম
ডিসেম্বর, ২০, ২০১৬
[এবসেন্স — পাবলো নেরুদা]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *