women abstract butterfly grayscale digital art artwork 1

তবুও আমি জেগে উঠি

তুমি হয়তো ইতিহাস লিখবে আমাকে নিয়ে
তোমার তিক্ত, মুখরোচক মিথ্যাক্ষরে।
হয়তো তুমি আমায় পুতে ফেলবে
মাটির খুব, খুব গভীরে।
তবুও আমি জেগে উঠবো,
ধুলোর মতই।

আমার এই রুক্ষতায় কি তুমি মর্মাহত?
কেন তুমি বিষাদে ডুবে যাচ্ছ?
কারন আমি আত্মবিশ্বাসে হেঁটে বেড়াই
যেন মূল্যবান তৈল খনি পেয়েছি
আমার নিজের ঘরেই!

আমি জেগে উঠবো
সূর্যের মত, চন্দ্রের মত,
নিশ্চিত জোয়ার-ভাটার মত,
আমি জেগে উঠবোই।

তুমি কি আমার ভগ্ন রূপটি দেখতে চেয়েছিলে?
নত শির, বিনম্র চাহনি,
অশ্রুর ফোঁটার মত ঝরে পরা বাহুদ্বয়,
আত্মার গভীর চিৎকারে যা দুর্বলতর?

আমার এই অগ্নিরুপ কি তোমাকে আঘাত দিচ্ছে?
বিষাক্ত কষ্টে ডুবে যেওনা,
কারন আমি অট্টহাসিতে মেতে উঠি
যেন পেছনের উঠোনেই খুঁড়ে খুঁড়ে
পেয়েছি গুপ্তধন!

তুমি আমায় আঘাত করতে পার
তোমার মুখ নিঃসৃত শব্দ দিয়ে,
আমায় কেটে ফেলতে পার
তোমার অগ্নি দৃষ্টিতে,
তোমার তীব্র ঘৃণায় আমায়
মেরেও ফেলতে পার।
তবুও আমি জেগে উঠবো
বাতাসের মতই।

আমার এই আবেদনময়ী রূপে কি তুমি মর্মাহত?
তুমি কি বিস্মিত? কারন আমি নেচে উঠি
যেন আমার উরুর সন্ধিস্থলেই
আমি পেয়ে গেছি মূল্যবান হীরে!

আমি জেগে উঠি
ইতিহাসের লজ্জাকর অধ্যায় থেকে।
আমি জেগে উঠি
ব্যাথায় পূর্ণ অতীত থেকে।
আমি বিস্তৃত উত্তাল কালো সমুদ্র,
উঠছি, ফুলছি ঢেউয়ে ঢেউয়ে!

আমি জেগে উঠি
রাত্রির ত্রাস আর ভঁয়কে
পেছনে ফেলে।
আমি জেগে উঠি
অলৌকিক উজ্জ্বল দিনের শুরুতে।

আমি জেগে উঠি
পূর্বপুরুষের দেওয়া উপহার নিয়ে।
আমি সেই ক্রীতদাসের স্বপ্ন, ক্রীতদাসের আশা,

আমি জাগি
আমি জাগি
আমি জাগি

অনুবাদ
ফেব্রুয়ারি ০২, ২০১৬ © শরিফুল ইসলাম
মূলঃ স্টিল আই রাইজ- মায়া এঞ্জেলো

Comments

comments

1,345 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *