স্যানিটি, ভায়োলেন্স এবং দ্য ভেজিটেরিয়ান

মানুষের স্যানিটি আর ইনস্যানিটির মধ্যকার যে পার্থক্য—এই দুটো মানসিক অবস্থানের মধ্যবর্তী স্থানে যেটা থাকে, সেটা একটা থিন লাইন। একটা সুতো। যে যতদিন এই সুতোটা ধরে রাখতে পারে, সে ততদিন নিজেকে উন্মাদ হওয়া থেকে বিরত রাখতে পারে। ক্ষণে ক্ষণে এই সুতোটা আমরা সকলেই অবশ্য হারিয়ে ফেলি কিংবা সুতোটা ঠিক আমাদের হাতেই থাকে, কিন্তু আমরা সে কথা […]