পায়ের তলের মাটিআর গগন চড়া ঈশ্বরদুটোই যখন নাই হয়ে যায়,বাতাসে কি তখন আধ্যাত্মিকসংশয়ের গন্ধ ভাসে? এংজাইটির ইথারেঅনিশ্চয়তার তীব্রতা।কী এক অব্যাখ্য ব্যথায়কুকঁড়ে উঠে নাক-মুখ-মন। তবুও কোন একআকস্মিকবৈকালিক হাওয়ায়হঠাৎ আত্মা শীতল হয়।মুহূর্তে বিলীন হয়অস্তিত্বের সব অর্থহীনতারপ্রশ্নসমূহ।
Day: October 30, 2022
এবার তুমি ডেকো
এবার তুমি ডেকোনাম ধরে কিংবা না ধরেই,একটা হাঁক দিওএমন আওয়াজেযেন হাত-পা না থেকেওআমি ছুটে যেতে পারিতোমার কাছে। এবার তুমি হেসোনির্মল, সিডাকশনহীনএকটা সত্য ঝিলমিল করবেতোমার ঠোঁটের কোণে। এবার তুমি কেঁদোদুই কিংবা আড়াই ফোটাজল গড়াতে দিও কপোলে,যে জলে বিম্বিত হবেআমার দুঃখী-বোকামুখখানা। এবার তুমি এঁকোআমার ক্ষণস্থায়ী অবয়ব,পাঁজরে চামড়া বসানোর আগেতোমার হাতের সুবাস মিশ্রিতএকটা আমি বসিয়ে দিওভেতরে। আর শুধুঅনুভব […]
মহাপ্রলয়
ভাবতামএমন একটা আঁধার-কালো দিনেইমহাপ্রলয় হবে। এমন একটা দিনযেদিন আকাশ থেকে বিরামহীন বিষণ্ণতারজল ঝরবে থেমে থেমেহুহু বাতাস বইবে দীর্ঘশ্বাসের মতক্ষণে ক্ষণে হেঁচকি দিয়েজগতের গলা ফুলে বেরুবে কান্না। ভাবতাম নাআমার আয়ু এত অল্প যেতা মহাপ্রলয় পর্যন্ত গড়াবে না।কেবল মনে হতোআমার জীবনের অবসান হবেসেই দিনেই।উৎকণ্ঠায়জড়িয়ে ধরতাম মা’কে।চোখে ভাসতোজল ফুলছে চারিদিকে। হাই ওয়াটারহাই ওয়াটার এমন একটা দিনযেদিন কিছু তো […]