পায়ের তলের মাটি
আর গগন চড়া ঈশ্বর
দুটোই যখন নাই হয়ে যায়,
বাতাসে কি তখন আধ্যাত্মিক
সংশয়ের গন্ধ ভাসে?
এংজাইটির ইথারে
অনিশ্চয়তার তীব্রতা।
কী এক অব্যাখ্য ব্যথায়
কুকঁড়ে উঠে নাক-মুখ-মন।
তবুও কোন এক
আকস্মিক
বৈকালিক হাওয়ায়
হঠাৎ আত্মা শীতল হয়।
মুহূর্তে বিলীন হয়
অস্তিত্বের সব অর্থহীনতার
প্রশ্নসমূহ।