ভাবতাম
এমন একটা আঁধার-কালো দিনেই
মহাপ্রলয় হবে।
এমন একটা দিন
যেদিন আকাশ থেকে বিরামহীন বিষণ্ণতার
জল ঝরবে থেমে থেমে
হুহু বাতাস বইবে দীর্ঘশ্বাসের মত
ক্ষণে ক্ষণে হেঁচকি দিয়ে
জগতের গলা ফুলে বেরুবে কান্না।
ভাবতাম না
আমার আয়ু এত অল্প যে
তা মহাপ্রলয় পর্যন্ত গড়াবে না।
কেবল মনে হতো
আমার জীবনের অবসান হবে
সেই দিনেই।
উৎকণ্ঠায়
জড়িয়ে ধরতাম মা’কে।
চোখে ভাসতো
জল ফুলছে চারিদিকে।
হাই ওয়াটার
হাই ওয়াটার
এমন একটা দিন
যেদিন কিছু তো একটা মরে যাওয়ার কথা
সমগ্রের ভানে।
আমিও সেদিন মরে যেতাম
ভাবতে ভাবতে।
হয়তো
এমন একটা দিন
যেদিন সোনালি রোদে ঝিলমিল করবে
পুকুরের জলে সদ্য ডুবে উঠা
হাঁসের পালক—
সেদিনই আমার মরণ হবে।
বাহিরের এমন উজ্জ্বলতা সত্ত্বেও
ভেতরে বইবে আজকের দিনটা।
ঘটবে
ব্যক্তিগত মহাপ্রলয়।