এবার তুমি ডেকো
নাম ধরে কিংবা না ধরেই,
একটা হাঁক দিও
এমন আওয়াজে
যেন হাত-পা না থেকেও
আমি ছুটে যেতে পারি
তোমার কাছে।
এবার তুমি হেসো
নির্মল, সিডাকশনহীন
একটা সত্য ঝিলমিল করবে
তোমার ঠোঁটের কোণে।
এবার তুমি কেঁদো
দুই কিংবা আড়াই ফোটা
জল গড়াতে দিও কপোলে,
যে জলে বিম্বিত হবে
আমার দুঃখী-বোকা
মুখখানা।
এবার তুমি এঁকো
আমার ক্ষণস্থায়ী অবয়ব,
পাঁজরে চামড়া বসানোর আগে
তোমার হাতের সুবাস মিশ্রিত
একটা আমি বসিয়ে দিও
ভেতরে।
আর শুধু
অনুভব করো
আমি কতটা কাঙাল
কতটা লোভী।