ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
যখন প্রবেশ করি তোমার ভেতর—
আমি ভুলে যাই ঈশ্বরের কথা, অথবা
ঈশ্বর ভুলে যান নিজের কথা।
শরীর থেকে খসে পড়লে ঐশ্বরিক বসন,
আমি হয়ে উঠি এক পূর্ণ মানব।
সাক্ষাৎ হয় উত্তর আর দক্ষিণ মেরুতে।
ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
যখন প্রবেশ করি তোমার ভেতর—
তুমি আর তুমি থাকো না, অথবা
তুমি থাকোই না—বিলীন
তোমার নিম্নমুখী স্বর্গাকর্ষণ আমাকে টেনে নেয় অতলে—
যেখানে অপেক্ষায় থাকে তোমার গোলাপের
সেই ঐশ্বরিক কাঁটা—
যা বিঁধবে আমার শিশ্নাঙ্গে—সুখানুন্ত্রণায়।
—অ-নির্বাণ
ভেঙে খানখান হয় দূর-বুদ্ধের সবকটা বুদ্ধির ঘর
বিলুপ্ত হয় আমার (অ)প্রাপ্ত বোধিসত্ত্বাও।
সুখে-যন্ত্রণায়-শীৎকারে—অর্গাজম
পূর্ণতা পায়
মেরুসঙ্গম।
——-
ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
অথবা তুমি দক্ষিণ আর আমি উত্তর
অথবা না ধরো কিছুই।
এই অধরায়ও
ধরণীতে ভেসে বেড়ায় তোমার সুতীক্ষ্ণ শীৎকারধ্বনি…
মেরুসঙ্গম।