হিউম্যান মাইন্ডের কালেক্টিভ সংস্কার

সুদূর ভবিষ্যৎ। একটা ডেডলি ভাইরাসের আক্রমণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। না, পুরোপুরি ধ্বংস অবশ্য হয় নাই। গোটা পৃথিবীতে মানুষ বেঁচে আছে দুই মিলিয়নেরও কম। কীভাবে এরা বেঁচে গেল সে ব্যাখ্যায় এখন না যাই। বেঁচে গেল আর কি। তবে বেঁচে গেলেও এরা হারিয়ে ফেলেছে একটা বড় ইন্দ্রিয়। দৃষ্টিশক্তি। অর্থাৎ এই দুই মিলিয়ন অথবা দুই মিলিয়নের কম […]