আমাকে ভেঙ্গে পড়তে দাও, আর কত শির উঁচু করে দাঁড়িয়ে থাকার শাস্তি দেবে আমায়? সৌন্দর্যের পদতলে দলিত মথিত হোক আমার অহং। আমাকে গলে যেতে দাও, শক্ত হয়ে থাকার ভার আমি আর কত বইব, বলো? এক আঁজলা প্রেমেই গলে বেয়ে সমুদ্রে নেমে যাক আমার অহং। আমাকে মরে যেতে দাও, বেঁচে থাকার ভান করে করে আমি কি […]
Day: October 3, 2019
একা
যখন আমাকে দেখো তুমি একা লাগে না? যেন শীতের দুপুরে আমি কুণ্ডলী পাকানো কুয়াশা, আমার কারণে সূর্যের সঙ্গবিহীন দুপুরটার যেমন একা লাগে। পুকুরের জলে একটা আস্ত নদী এনে ডুবিয়ে দিলে জলের শরীর বেড়ে যেমন গাঢ় হবে পুকুরের একাকীত্ব— তেমনি আমি তোমাতে ডুবলেও কি তোমার একা লাগবে না? গভীর ধ্যানে আমার মনযোগের নিরবিচ্ছিন্নতায় যখন নিঃশ্বাসটা একা […]