যখন আমাকে দেখো তুমি
একা লাগে না?
যেন শীতের দুপুরে আমি
কুণ্ডলী পাকানো কুয়াশা, আমার কারণে
সূর্যের সঙ্গবিহীন দুপুরটার যেমন একা লাগে।
পুকুরের জলে একটা আস্ত নদী এনে
ডুবিয়ে দিলে জলের শরীর বেড়ে
যেমন গাঢ় হবে পুকুরের একাকীত্ব—
তেমনি আমি তোমাতে ডুবলেও কি তোমার একা লাগবে না?
গভীর ধ্যানে
আমার মনযোগের নিরবিচ্ছিন্নতায়
যখন নিঃশ্বাসটা একা হয়ে পড়ে—অদ্বৈত—
আমি কাছে এলে—
তুমি কি টের পাও আত্মায় ঈশ্বরের একাকীত্বের
শীতলতা?
একা
একা
একা
আমরা কি যথেষ্ট একা হয়েছি?
হ’লে বলো—
আমি হাতে নিয়ে বসে আছি গন্ধম।