আমাকে ভেঙ্গে পড়তে দাও,
আর কত শির উঁচু করে
দাঁড়িয়ে থাকার শাস্তি দেবে আমায়?
সৌন্দর্যের পদতলে দলিত মথিত হোক
আমার অহং।
আমাকে গলে যেতে দাও,
শক্ত হয়ে থাকার ভার আমি আর
কত বইব, বলো?
এক আঁজলা প্রেমেই
গলে বেয়ে সমুদ্রে নেমে যাক
আমার অহং।
আমাকে মরে যেতে দাও,
বেঁচে থাকার ভান করে করে
আমি কি নষ্ট করিনি যথেষ্ট জীবন?
একবার—শুধু একবার মরে গিয়ে
সত্য রূপে বেঁচে উঠুক
আমার অহং।