লক্ষ্মী

তখন সন্ধ্যে হলেই মা কুপি জ্বালাতে বলত, কিংবা হারিকেন, মাঝে মধ্যে ভুল করে একটু দেরি হয়ে গেলে জুড়ে দিত চেচামেচি। ঘরে নাকি লক্ষ্মী আসবে না! লক্ষ্মীর কথাটা কানে গেলেই একটা আবছা অবয়ব ভেসে উঠত আমার চোখে, কোন ধর্মীয় লক্ষ্মী নয়,একজন স্মিত হাস্য মানবী। টের পেতাম কুপি না জ্বালালেই সে বরং আসে, মাকে সেটা বলতে পারতাম […]

নট টু লাভ ইউ

তোমাকে ভালোবাসব না বলে আমি যুদ্ধে গিয়েছি বারবার রক্তের গন্ধে ভুলিয়ে রেখেছি নিজেকে। তোমাকে ভালোবাসব না বলে আমি নিজেকেও ভালোবাসিনি কখনও মুখ দেখাও ছেড়ে দিয়েছি আয়নায়। তোমাকে ভালবাসব না বলে আমি কত বসন্ত কাটিয়েছি হাইপার স্লিপে অথচ প্রতিবার জেগে উঠেই দেখি— তোমাকে ভালোবাসার ইচ্ছেটায় পাতা গজিয়েছে সবুজ, গাঢ় সবুজ। মার্চ ২০, ২০১৯