প্রত্যুষে জেগে উঠে একদিন দেখলাম
পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই।
সবাই রাতারাতি কোথায় যেন হাওয়া হয়ে গেছে।
শুধু আমি আছি। আমি আর আমি।
ভাবলাম এই বুঝি এখনই মরে যাব
একাকীত্বের তাড়নায়।
কিন্তু না—
সেদিনই প্রথম আমার বোধ হয়নি
কোন একাকীত্ব।
পুরো ব্রহ্মাণ্ড যেন ঢুকে পড়েছে আমার ভেতর।
এরপর থেকে প্রায়ই আমি মেরে ফেলি
পৃথিবীর মানুষগুলোকে।
তারপর আবার জন্ম দেই, আবার মেরে ফেলি।
চক্রাকার এই জন্ম-মৃত্যুর খেলায়
আমিই ঈশ্বর।
–
এখন আমি অপেক্ষায় থাকি—
কোন এক প্রত্যুষে মানুষগুলো
জেনে যাবে এই খেলার গোপন কথা,
মেরে ফেলবে আমাকে।
অন্তহীন অপেক্ষা—
মৃত্যুর তৃষ্ণায় কাতর হয়ে আছে
আমার ঐশ্বরিক অস্তিত্ব।