প্যারাডক্স

আজ রাতে আমার মাথায় জন্ম নেবে না কোন কবিতা। প্রসব বেদনায় কাতরাবে না আমার বয়স্ক মস্তিষ্কটা। আঙুলগুলো চেপে বসবে না কিবোর্ডের উপর। পিটপিট করবে না চক্ষু জোড়া। ঠোঁটে চেপে রাখা সিগারেটের ধোঁয়ায় ছোট হয়ে আসবে না ডান চোখ। গভীর নীরবতায় শুনতে পাব না শূন্যতার আর্ত চিৎকার। আজ রাতে মৃত্যু হবে সম্ভাব্য কবিতার। কোন রক্তপাত ছাড়াই। […]