তোমাকে আমি উড়তে শেখাব
যদি তোমার ভাঙ্গা হৃদয়ে হৃদয় ছোঁয়াতে দাও আমায়।
তোমার অশ্রুজলে আমি বিদায়ী চুমু খাব
যদি আমার বাহুতে এসে আবদ্ধ হও তুমি।
ঘন বরষায় তোমায় আলো দেখাব
যদি আমার পানে চেয়ে শুধু মুচকি হাসো একবার।
আমার লেখা সবগুলো গান তোমায় গেয়ে শোনাব
যদি আমার আলিঙ্গনে ঘুমিয়ে পড়তে চাও বারবার।
তোমাকে সুউচ্চ পর্বতের চূড়ায় নিয়ে যাব
যদি আমার চোখে একবার চোখ রাখ তুমি।
জানো কেন আকাশ আর মাটি
ষড়যন্ত্রে মেতে উঠেছে
সমুদ্র ফুলে উঠেছে
রঙ্গিন পাখায় উড়তে শুরু করেছে প্রজাপতি?
শুধু তুমি আর আমি কিছু মিষ্টি শর্তে আবদ্ধ হব বলে।