থেকে থেকে একটা নিষিদ্ধ যাতনা
কাঁপুনি ধরায় আমার হৃদপিণ্ডে।
দীর্ঘ যাতনার ক্লান্তিতে
একটা সময় সেখানে নেমে আসে নিষিদ্ধ প্রশান্তি।
এভাবে শতাব্দী পার হয়
ঝুলে থাকে এক নিষিদ্ধ অনুভূতি।
যন্ত্রণায় নীল হয়ে যাওয়া পা ফেলি আমি নিষিদ্ধ ভূমিতে।
প্রচণ্ড খিদেয় গিলে খাই নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল,
শত বছর অপেক্ষারত আমার তৃষ্ণার্ত চোখ ―
প্রথম বারের মত দেখতে পায় ― তোমার নিষিদ্ধ অবয়ব।
নভেম্বর ১০, ২০১৮
শরিফুল ইসলাম