Cycle of Birth and Death 0

জন্ম

দুঃখের গর্ভে আমি জন্ম দেই সুখ নামক প্রাণোচ্ছল এক শিশুকে। বেড়ে উঠতে উঠতে, চালাক হতে হতে সে ভুলে যায় নিজের উচ্ছাসের কথা। ভুলে যায় তাঁর পিতার কথা, উৎসের কথা। বিস্মৃতিতে ডুবে যাওয়া জীবন তাকে বিষময় করে তোলে স্মৃতি দিয়েই। রাত্রির গর্ভে আমি জন্ম দেই দিবস নামক এক উজ্জ্বল শিশুকে। বুড়ো হতে হতে, বিকেল গড়াতে গড়াতে […]

11111191 b10 2

প্যারাডক্স

আজ রাতে আমার মাথায় জন্ম নেবে না কোন কবিতা। প্রসব বেদনায় কাতরাবে না আমার বয়স্ক মস্তিষ্কটা। আঙুলগুলো চেপে বসবে না কিবোর্ডের উপর। পিটপিট করবে না চক্ষু জোড়া। ঠোঁটে চেপে রাখা সিগারেটের ধোঁয়ায় ছোট হয়ে আসবে না ডান চোখ। গভীর নীরবতায় শুনতে পাব না শূন্যতার আর্ত চিৎকার। আজ রাতে মৃত্যু হবে সম্ভাব্য কবিতার। কোন রক্তপাত ছাড়াই। […]

elighted

নির্বাণ

সত্যি সত্যি একদিন মস্তিষ্কটা গলে বেয়ে নেমে আসবে হৃদপিণ্ডের কাছে। পাশে বসে কাঁদবে ফুপিয়ে ফুপিয়ে, বিলম্বিত সহস্র জনমের কথা চিন্তা করে হাহাকার জুরে দেবে হৃদপিণ্ড ঘিরে। ঠিক একই ভাবে পুরনো স্বর্গের সিঁড়ি ভেঙ্গে নরম কদমে তুমি নেমে আসবে আমার কাছে। সেদিন আমি তোমাকে আমি কাঁদতে দেব না আফসোসও করতে দেব না কোন প্রকারের, কারণ আমি […]

original vintage female nude leaping figures abstract painting 8915

শর্ত

তোমাকে আমি উড়তে শেখাব যদি তোমার ভাঙ্গা হৃদয়ে হৃদয় ছোঁয়াতে দাও আমায়। তোমার অশ্রুজলে আমি বিদায়ী চুমু খাব যদি আমার বাহুতে এসে আবদ্ধ হও তুমি। ঘন বরষায় তোমায় আলো দেখাব যদি আমার পানে চেয়ে শুধু মুচকি হাসো একবার। আমার লেখা সবগুলো গান তোমায় গেয়ে শোনাব যদি আমার আলিঙ্গনে ঘুমিয়ে পড়তে চাও বারবার। তোমাকে সুউচ্চ পর্বতের […]

16634546 the contour of the female body abstract black and white illustration

সভ্যতা

বেশ্যার পায়ের কাছে পড়ে থাকে সভ্যতা নীরব, নিস্তব্দ, শূন্য জোড়া চোখ তিরতির কাঁপা জোড়া ঠোঁট নিথর জোড়া পা বাঁকা অবয়ব। থেকে থেকে মাটিতে মাথা ঠুকে সভ্যতা চাপা কান্না জুরে দেয়, কি এক আশ্চর্য যন্ত্রণায় পার হয়ে যায় শতাব্দী পর শতাব্দী, কিন্তু তার মুক্তি মেলে না বেশ্যার পদধূলি থেকে। সভ্যতার বন্ধিত্বে থেমে থাকে স্রোতস্বিনীর স্রোত, দাঁড়িয়ে […]

শিহরণ

নিঃশ্বাসের উপর ভর করে আমি হেঁটে যাই তোমার কাছে। স্কুল জীবনে শিরিনের সদ্য ফোলা বুকের উপর প্রথম চোখ পড়তেই যে শিহরণ জেগেছিল মনে ঠিক সেরকম একটা অনুভূতি আমার অস্তিত্ব ছেয়ে ফেলে তুমি দৃষ্টিগোচর হলে। রক্ত কণিকার উপর ভর করে আমি ভেসে যাই তোমার কাছে। মায়ের পুরনো শাড়ি কেটে লেজ বানিয়ে প্রথম যেদিন আকাশে সাপ ঘুড়ি […]

a6fa3f6e38ed957ef659ad5a1510e203

নিষিদ্ধ অবয়ব

থেকে থেকে একটা নিষিদ্ধ যাতনা কাঁপুনি ধরায় আমার হৃদপিণ্ডে। দীর্ঘ যাতনার ক্লান্তিতে একটা সময় সেখানে নেমে আসে নিষিদ্ধ প্রশান্তি। এভাবে শতাব্দী পার হয় ঝুলে থাকে এক নিষিদ্ধ অনুভূতি। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া পা ফেলি আমি নিষিদ্ধ ভূমিতে। প্রচণ্ড খিদেয় গিলে খাই নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল, শত বছর অপেক্ষারত আমার তৃষ্ণার্ত চোখ ― প্রথম বারের মত […]

9738676 phpwa37gy

নৈশূন্য

কালো পিচের রাস্তাটাকে দন্তহীন মুখে চুমু খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছে তিনটে কালো টায়ার। ঠিক যে সামনে এগুচ্ছে সেটাও বলা যাচ্ছে না। কারণ টায়ারের কাছে সামনে-পেছনে বলে কিছু নেই। এরা শুধু ঘুরে আর চুমু খায়। চুমু খেতে খেতে কোথায় যায় এরা জানে না। কেন ঘুরে সেটাও জানে না। পেট ভর্তি এদের উষ্ণ হাওয়া। যখন খিদে […]