হাইকু সমগ্র

১ গহীন অরণ্য, একটা নিঃসঙ্গ অগ্ন্যুত্সব বিম্বিত হয় পাতায় পাতায়। ২ আমার অঙ্কুরিত বীজ, নগ্ন পায়ে আমি ধরণী চষে বেড়িয়েছি খুঁজেছি তোমার উর্বরতা, রোপণ করব বলে। ৩ চোখের পাতায় ঘুম নামে, মৃত্যু নামে নামে তোমাকে দেখার অপূরণীয় স্বপ্ন। ৪ তুমি পদ্ম হও জলে থাকো কিন্তু তৃষ্ণার্ত জল কখনই ছুঁতে পারে না তোমাকে। ৫ পাথরের নিঃশ্বাস, […]