তুমি নাইচা বেড়াও আমার বক্ষতলে

আমি তো জানি না
কিভাবে ভালোবাসতে হয়,
ভালোবাসার কি কোন পন্থা আছে?
আছে বোধয়।
 
শতাব্দীর পর শতাব্দী তো পার হইল
ভালোবাসার রাস্তা খুঁজতে গিয়া,
কিন্তু শুরুই হইল না এখনো
ভালোবাসা।
 
মহাকালের কপালে
বিন্দু বিন্দু ঘাম জইমা উঠে
ক্লান্তিতে জড়াইয়া আসে
আমার জোড়া পা।
 
এরই মধ্যে দৃশ্যমান হও তুমি,
হও কি? নাকি আমিই সৃষ্টি করি তোমারে?
 
তোমার জ্যোতি
আমারে ভালোবাসা শেখায়,
শেখায় কলাকৌশল।
 
তোমার সৌন্দর্যে জন্ম নেয়
আমার কবিতার অক্ষরগুলা,
গড়িয়ে বেড়ায় কবিতার আত্মাটা।
 
তুমি নাইচা বেড়াও আমার বক্ষতলে-
যেইখানে কেহই দেখে না তোমারে
শুধু মাঝে মধ্যে দেইখা ফেলি আমি।
 
এই যে দেইখা ফেলা-
এই দেখাটাই আমার সকল শিল্পের জননী।
এপ্রিল ০৭, ২০১৮। ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *