একটা কালচারে বরাবরই খারাপ কিছু ঘটতে থাকে।
খারাপ কি? খারাপ হইলো একটা কন্ডিশনাল অবস্থান, যা ঐ পার্টিকুলার কালচাররে কালেকটিভলি অসুখী কইরা তোলে।
কালচারের এই খারাপরে কখনই এভারেজ পিপলরা দেখতে পায় না। কারণ সে এভারেজ। দেখতে না পাইলেও সে অসুখে ভোগে।
এভারেজ কারা? যারা দেখতে পায় না তারাই। ‘এভারেজ’ শব্দটা তাঁদেরকে চিহ্নিত করার একটা আপাত বিশেষণ।
এই দেখতে না পাওয়ার কারণ হইলো তাঁরা কোন এক অলৌকিক কারণে সবসময় এক্সিসটিং সিস্টেমের হিপক্রিসি আর পাওয়ার রিলেশনের ডিসকোর্সে একেবারে ডুইবা যায়। এই ডুইবা যাওয়ার পরে যখন সে মাঝে মধ্যে একটু নাক ভাসাইয়া উঠতে পারে, তখন সে নিজ কালচাররে অজানা এক বিপদের মুখে পতিত অবস্থায় আবিস্কার করে। এইটারে রক্ষার জন্যে সে তখন অন্ধকারে ঢিল ছোঁড়ার মত এলপাতারি মরালীটির বার্তা ছুঁড়তে থাকে। সে তা ছুঁড়তেই থাকে, ঐদিকে কালচারের কন্ডিশনাল খারাপ অবস্থানটা ধীরে প্যাচাইয়া প্রিমরডিয়াল স্পাইরালে রূপ নিতে নিতে সামনে আগাইয়া যায়।
কালচার ।। ডিসেম্বর ১২, ২০১৭।