জীবনের পথে আমি হেঁটে বেড়িয়েছি অর্ধেক,
অর্ধেক পিয়েছি জল।
এ যেন জ্বরের ঘোরে দেখা স্বপ্নের মধ্যে হাঁটাহাঁটি,
সহস্র মাইল হেঁটেও পা ছুঁতে পারে না মাটি।
অর্ধেক খোলা চোখ
অর্ধেক রুদ্ধ হৃদয়
নিজেকে নিয়ে অর্ধেক জানাজানি
অর্ধেক বলা কথা
নিজেকে অর্ধেক দেখি ভূত দেখার মত
অর্ধেক দেখি তোমাকে,
অর্ধেক মানুষ হয়ে ঘুরে বেড়াই
এ ঘর – ও ঘর
অর্ধেক বাসি ভালো।
অর্ধেক নিরবতা, অর্ধেক কথ কথা,
অর্ধেক জন্ম, অর্ধেক মৃত্যু
অর্ধেকেই কাটে জীবন।
এ যেন জ্বরের ঘোরে দেখা স্বপ্নের মধ্যে হাঁটাহাঁটি,
সহস্র মাইল হেঁটে হেঁটেও পা কখনই ছুঁতে পারেনি মাটি।
অর্ধেক জীবন।। শরিফুল ইসলাম
এপ্রিল ১১, ২০১৮, ঢাকা।