তুমি কি হাসতেছ?

পৃথিবীতে আগুন লাইগা গেছে!
তুমি কি হাসতেছ?
তুমি তো ডুইবা আছো গভীর অন্ধকারে।
এখন কি আলো চাইবা না?

তোমার এই দেহটারে দেখো –
যেন একটা অঙ্কিত পুতুল, একটা খেলনা,
জোড়া দেওয়া, অসুস্থ, এবং মিথ্যা কল্পনায়
টইটম্বুর।
এইটা একটা ছায়া যা স্থান বদলায়, মুইছা যায়।

কতটা ভঙ্গুর এই দেহ!
ভঙ্গুর এবং আকস্মিক,
এইটা অসুস্থ হয়, পচন ধরে, এবং মইরা যায়।
শেষে আইসা সকল জীবন্ত জিনিসের মতই
এইটা দুর্বল হয় এবং মইরা যায়।

এই যে শাদা হাড্ডিগুলা, এইগুলারে দেখো –
দেখো ফাঁকা শেলগুলারে, মুমূর্ষ গ্রীষ্মের
খোসাগুলারে।
এবং তুমি কি হাসতেছ?

মার্চ ২৯, ২০১৮। ঢাকা
[উৎসাহ – দ্যা ধাম্মাপাদা, বুদ্ধা]

Comments

comments

1,924 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *