ওয়েস্টল্যান্ড ওয়ার্ডস

শব্দেরা কি পৃথক হয়, বিচ্ছিন্ন হয়?
নাকি একটা লম্বা বেলুনের
থোকার মত —
তারা উড়ে বেড়ায়, আর ফুটতে থাকে
একই সময়ে?

অপূর্ব নীলিমা
এই তো সব!

কোন বিন্দু নয়, কেন্দ্র নয় —
তবুও সর্বত্র ভেসে বেড়ায়
স্মিত হাস্য মুখখানি।

তর্জমা © শরিফুল ইসলাম
নভেম্বর ২২, ২০১৬।
[নিক জেরনিন — ওয়েস্টল্যান্ড ওয়ার্ডস]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *