আমি বইসা থাকি, তুমি আসবা বইলা

আমি বইসা থাকি
তুমি আসবা বইলা
কোন অপেক্ষা নাই এই বইসা থাকায়
এইটা কেবল বইসা থাকা
অপেক্ষাহীন

আসবা তুমি শব্দদের পিঠে চইড়া
একটা জুতার মত যার ভিতরে কোন পাও নাই,
একটা জুব্বার মত যার ভিতরে কোন শরীর নাই,
ঠকঠক করবা তুমি আমার দরজায়,
তোমার হাতের আংটিটা দিয়া, যার ভিতরে কোন পাথর নাই,
কোন আঙ্গুলও নাই।

আসবা তুমি
চিৎকার দিয়া উঠবা আমি দৃষ্টিগোচর হইলেই,
তোমার জিহ্বা নাই, গলাও নাই।

তথাপি আমি শুনতে পাব তোমার পদধ্বনি
দেখতে পাব তোমার পরিচ্ছেদ,
ঘরটা আমার ভইরা উঠবে
নীরবতার উদর থেকে বাহির হওয়া ফিসফিসানিতে।

তুমি আসবা বইলা
আমি বইসা থাকি
বইসা থাকি
অপেক্ষাহীনতায়।

।। ডিসেম্বর, ০৬, ২০১৭। ঢাকা ।।

Comments

comments

2,457 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *