নির্বাণ

মহাবিশ্বের কাছ থাইকা আমরা যা চাই, আর মহাবিশ্ব আমাদেরকে যা দেয় তাঁর মধ্যে বিশাল কনফ্লিক্ট। আমরা চাই মিনিং, অর্ডার, পারপাস, আর রিজন, কিন্তু মহাবিশ্বে আছে শুধু ফর্মলেস কেয়স (formless chaos). আর যেইসব ডিসিপ্লিন আমরা দেখতে পাই, এইগুলা জাস্ট মাইক্রো লেভেলে আমাদের সেন্স পারসেপশন। বিগ পিকচারে সবই আওলাঝাউলা।

এই কনফ্লিক্টের মধ্যে বাইচা থাকার সবচাইতে সহজ পন্থা হইল ডিনায়াল (Denial). অর্থাৎ চোখের সামনে যা ঘটে সেইটারে ডিনাই কইরা নিজের তৈরি ইমাজিনারি রিয়্যালিটি নিয়া বাইচা থাকা। এইটাই প্রায় আমরা সবাই করি। আর কঠিন পন্থাটা হইল, রিয়্যালিটিরে একসেপ্ট কইরা তাঁর সাথে নিজের একত্বতা উপলব্ধি কইরা এক হইয়া যাওয়া, যেইটারে সিদ্ধার্থ গৌতম কয় – নির্বাণ।

নির্বাণ।। নভেম্বর, ০৬, ২০১৭।

Comments

comments

2,416 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *