সিম্পলি দিস

জীবন — নিস্পন্দ, নরম এবং স্বচ্ছ
স্পষ্ট।
হাসতে হাসতে সে মরে যায় যখন খুঁজে পায়
তাঁর আদি উৎস।

মৃত্যু — মুচকি হাসে, গাল বেয়ে গড়িয়ে পড়ে
এক ফোঁটা সুখের জল।
আবিস্কারের আনন্দে সে লাফিয়ে উঠে —
“আরে! জীবন তো এটাই!”

তর্জমা © শরিফুল ইসলাম
[লিজ জোন্স — সিম্পলি দিস]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *