তুমি কি কেবলই একটা ভ্রমের সৃষ্টি? নাকি তুমিই সৃষ্টি করো ভ্রম?
তুমি কি এই শরীরের একটা অংশ? নাকি শরীরটা তোমারই একটা অংশ?
এই ঘরের ভেতরেই কি শুন্যতা বিরাজমান? নাকি শুন্যতায় বিরাজ করে এই ঘর?
নাকি ঘর আর শুন্যতা দুটোরই অস্তিত্ব শুধু চোখের দৃষ্টিতে?
চক্ষুটা কি মনের ভেতরে থাকে? নাকি মনটা এই চোখের ভেতর?
নাকি মন আর চোখ দুটোই থাকে কেবল তোমার ভেতর?
মিষ্টতা কি চিনিতে ঘুমায়, নাকি মিষ্টতার বুকে শুয়ে থাকে চিনি?
নাকি চিনি আর মিষ্টতা দুটোরই অস্তিত্ব কেবল জিহবায়?
সৌরভ কি ফুলে থাকে? নাকি ফুলটাই ডুবে রয় সৌরভে?
নাকি ফুল আর গন্ধ দুটোরই বসবাস কেবল নাসারন্ধ্রে?
আমি জানি না কোথায় থাকে কোনটা, হে ঈশ্বর,
ওহে! অনুপম, এই সবিছুই কি একত্রে বসবাস করে কেবল তোমার ভেতর?
তর্জমা ।। শরিফুল ইসলাম
[মে ২৩, ২০১৭]
[নি মায়াওলাগো – কনক দাস]