কোন রং-তুলির আঁকিবুঁকি নয়
যাহা আছে
তাহা তাহাই থাক
পাখিরা গান গেয়ে যাচ্ছে
আসমান থেকে জলধারা এসে
গিলে খাচ্ছে মৎসদের
মঞ্চস্থ হচ্ছে নাটক
নাটকের নাম “আমরা”
নাটক চলছে, নাট্যশালায়
আলসেমি
যত গভীরেই যাওয়া যায়
কখনই খুঁজে পাওয়া যায় না
‘আমি’ বলতে কিছুই।
তর্জমা © শরিফুল ইসলাম
নভেম্বর ০৪, ২০১৬।
[পার নিয়েলসেন —নো পেইন্টিং]