আমার ভয় হয় একটা শরীরের অধিকারী হতে—

আমার ভয় হয় একটা শরীরের অধিকারী হতে—
ভয় করে একটা আত্মার ভার নিতেও—
অগাধ — বিপদজনক সম্পত্তি—
মালিকানা — ঐচ্ছিক নয়—

জোড়া সম্পদ — লিখে দেয়া হয়েছে
একজন সন্দেহাতীত উত্তরাধিকারের ভোগে—
একজন নৃপতি, অমরত্বের একটা মুহূর্তে
এবং ঈশ্বর, একটা সীমান্তে।

তর্জমা © শরিফুল ইসলাম
এপ্রিল ০৭, ২০১৭।
[এমিলি ডিকিনসন]

Comments

comments

1,708 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *