তোমাকে ভালোবাসার আগে

তোমাকে ভালোবাসার আগে, প্রিয়া, কিছুই ছিলো না আমারঃ
আমি ঘুরে বেরিয়েছি রাস্তায়, জিনিসপত্রের
মাঝখানেঃ
সবই ছিলো অর্থহীন অথবা নামহীনঃ
পুরো পৃথিবীটা ছিলো ফাঁকা, অপেক্ষারত।

আমি দেখেছি ছাইয়ে ঠাসা ঘরগুলো,
দেখেছি সুড়ঙ্গের সারিগুলো যেখানে ছিলো চাঁদের আবাস,
দেখেছি অভব্য গুদাম ঘর, যে ঘর গোস গোস করে বলে উঠে “বের হও”,
দেখেছি বালির মধ্যে প্রশ্নের জোরাজুরি।

সবকিছুই ছিলো শূন্য, মৃত, নিস্তদ্ধ,
পড়ে ছিলো পরিত্যক্ত, এবং জীর্ণঃ
অকল্পনীয় ভাবে অচেনা, সবকিছুর

স্বত্বাধিকারি ছিলো অন্য কেউ অথবা ছিলো না কেউইঃ
ততক্ষণ, যতক্ষণ না তোমার সৌন্দর্য আর দীনতা
এসে শরতের দিনগুলিকে ভরিয়ে তুললো গুনের প্রাচুর্যে।

তর্জমা © শরিফুল ইসলাম
ফেব্রুয়ারি ০৩, ২০১৭
[পাবলো নেরুদা]

Comments

comments

2,110 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *