মাংস পিণ্ডটা আচ্ছাদিত করে কঙ্কালটাকে
আর তাঁরা সেখানে
জুরে দেয় একটা মন
কখনও কখনও একটা আত্মা,
মহিলাটা ফুলদানিগুলো ছুড়ে মারে
দেয়ালে, ভেঙ্গে চুরমার
লোকটা মদ গেলে
খুব
এবং কেউই খুঁজে পায় না
একজনকে
কিন্তু খুঁজতে থাকে সবাই
হামাগুড়ি দিয়ে
উঠে, নেমে বিছানা থেকে।
মাংস আচ্ছাদিত করে
কঙ্কালটাকে, আর
মাংস খুঁজে বেড়ায়
মাংসের চাইতেও বেশী কিছু।
একদমই কোন
উপায় নেইঃ
একটা অদ্ভুদ নিয়তি
বন্ধী করে ফেলেছে আমাদের সবাইকে।
কেউ কখনই খুঁজে পায় না
একজনকে।
শহরের ডাস্টবিনগুলো ভরে উঠে
আস্তাকুঁড়গুলো ভরে উঠে
পাগলা গারদগুলো ভরে উঠে
হাসপাতালগুলো ভরে উঠে
গোরস্থানগুলো ভরে উঠে
ভরে উঠে না
আর কোন কিছুই।
তর্জমা © শরিফুল ইসলাম
জানুয়ারি ০৪, ২০১৭
[এলোন উইথ এভ্রিবডি — চার্লস বুকোয়স্কি]