আমি তোমার নাম দিয়েছি রানী।
তোমার চেয়েও দীর্ঘদেহী কেউ আছে, আরও দীর্ঘ।
তোমার চেয়েও বিশুদ্ধ কেউ আছে, আরও বিশুদ্ধ।
তোমার চেয়েও প্রাণবন্ত কেউ আছে, আরও প্রাণবন্ত।
কিন্তু তুমিই রানী।
যখন তুমি হেঁটে বেড়াও রাস্তাগুলোতে
কেউ চিনতে পারে না তোমাকে।
দেখতে পায় না কেউ তোমার মাথার স্বচ্ছ মুকুট, চোখ পড়ে না কারো
তোমার পায়ের তলায় দলিত
রাঙ্গা সোনার কার্পেটটার উপর,
অদৃশ্য কার্পেট।
এবং যখন তুমি অধিষ্ঠিত হও
সবকটি নদী আওয়াজ তুলে
আমার শরীরে, সবকটি ঘণ্টা
কাঁপিয়ে তুলে আকাশটাকে,
আর একটা স্তোত্রগীতে ভরে উঠে পৃথিবীটা।
শুধু তুমি, আর আমি
শুধু তুমি, আর আমি, প্রিয়তমা,
কান পাতো এই সুরে।
তর্জমা © শরিফুল ইসলাম
জানুয়ারি ৩১, ২০১৭
[পাবলো নেরুদা]