তুমি জানো না ভালোবাসা কি কিন্তু জানো ভালোবাসা কিভাবে জাগাতে হয় আমার ভিতর নদীর জলে ডুবে যাওয়া একটা মেয়ের মরদেহের মতই তুমি টেনে তোল ভালোবাসা। তুমি জানো কিভাবে ধুয়ে মুছে দূর করতে হয় আমাদের অতীতের গায়ে লেগে থাকা আবর্জনা, দুর্গন্ধ। কিভাবে আবার শুরু করতে হয় নতুন করে। এই যে প্রেম, সে উঠে বসে, পলক ফেলে, […]
Month: December 2016
সময়ের কিনারায়
ভাসতে ভাসতে দাঁড়াই গিয়ে সময়ের কিনারায় শরীর থেকে খসে পড়ে থোকা থোকা মোহ, মনটা ছিঁড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বেরোয়, সাদা রক্ত, রক্তারক্তি মন। সবগুলো লালিত বিভ্রান্তি আমাকে অ-সময়ের মোড়ে ফেলে রেখে চলে যায়। আমি ভাসি, ভাসতে থাকি চমৎকার এই ভাসাভাসি! আরামে চক্ষু মুদি আমি তরঙ্গের তালে তালে। শূন্যতার মহাসমুদ্র আমার পেট ভরে, মন ভরে, […]