উত্তরাধিকার

শেষবার যখন মরেছিলাম, প্রিয়তমা, আমি মরি ততবার, যতবার ছেড়ে আসি তোমাকে, যদিও মাত্র ঘণ্টা খানেক হলো আমি তুমিহীন, —কিন্তু প্রেমিকের প্রতিটা ঘণ্টা যেন অনন্তকাল— আমার এখনো মনে পড়ছে, আমি কিছু একটা বলেছিলাম, দিয়েছিলাম কিছু একটা; যদিও আমি মরে যাব, হয়তো আমিই হব আমার মৃত্যুদণ্ড নির্বাহক, আমিই হব আমার উত্তরাধিকার। আমি নিজেকে বলতে শুনেছি, “ তাঁকে […]