ভাসতে ভাসতে দাঁড়াই গিয়ে সময়ের কিনারায়
শরীর থেকে খসে পড়ে থোকা থোকা মোহ,
মনটা ছিঁড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বেরোয়,
সাদা রক্ত, রক্তারক্তি মন।
সবগুলো লালিত বিভ্রান্তি
আমাকে অ-সময়ের মোড়ে ফেলে রেখে চলে যায়।
আমি ভাসি, ভাসতে থাকি
চমৎকার এই ভাসাভাসি!
আরামে চক্ষু মুদি আমি
তরঙ্গের তালে তালে।
শূন্যতার মহাসমুদ্র
আমার পেট ভরে, মন ভরে,
ভরে উঠে আমার আত্মা,
শূন্যতায়।
ডুব দেই গভীরে, একলা কাটি সাতার
পরিবর্তনের ঢেউগুলো, বারি খায় এসে চোখেমুখে।
একত্বের বিস্তৃত পারাবার
আত্মাটা তরল হয়ে ঢুকে পড়ে সত্যের পেটে।
জীবনের মুক্ত প্রবাহ ছোটে, ছুটতে থাকে
অন্তহীনতার দিকে
এইখানে আমি শূন্য, এবং আমিই পূর্ণ।
কবিতা।। শরিফুল ইসলাম।।
ডিসেম্বর, ০৬, ২০১৬।