Contemporary Abstract Art Black And White Images 6

যদি আমি মইরা যাই, আর না মরো তুমি —

যদি তুমি মইরা যাও, আর না মরি আমি—
চলো শোকরে আর দীর্ঘ হইতে না দেই, না দেই বড় হইতে
যেইখানে দুইজনের বাস, তাঁর চাইতে বিস্তীর্ণ আর কি হইতে পারে!

ফসলের গায়ে লাইগা থাকা ধূলি, মরুভূমির বালি,
সময়, এলোমেলো জল, আবছা হাওয়া
ঝাইড়া নিয়া গেছে আমাদেরকে, শস্যকণার মতই।
হয়তো মহাকালের বুকে আমরা খুঁইজাই পাইতাম না দুইজনরে।

এই যে তৃণভূমি, যেইখানে খুঁইজা পাইলাম আমাদেরকে,
এই ছোট্ট অসীমতা! আমরা ফেরত দিয়া দেই।
কিন্তু প্রিয়া, এই যে প্রেম, এর যে শেষ নাইঃ

জন্ম হয় নাই কখনই এর, মরণ তো
থাকার কথা নাঃ এই প্রেম যেন একটা দীর্ঘ নদী,
শুধু পরিবর্তন কইরা যাইতেছে ভূমির পরে ভূমি, ঠোঁটের পরে ঠোঁট।

তর্জমা © শরিফুল ইসলাম
ডিসেম্বর, ২১, ২০১৬
[মাই লাভ, ইফ আই ডাই এন্ড ইউ ডোন্ট — পাবলো নেরুদা]

Comments

comments

2,658 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *