দূরে যাইও না

দূরে যাইও না, একদিনের জন্যেও না, কারণ—
কারণ — ক্যামনে বলিঃ একটা দিন যে অনেক লম্বা
আমি অপেক্ষা করতে থাকব তোমার জন্যে, যেন একটা শূন্য ষ্টেশনে
যখন ট্রেনগুলা এক কোনায় পইড়া থাকে, ঘুমে বিভোর।

আমারে ছাইড়ো না, এক ঘণ্টার জন্যেও না, কারণ
তখন যন্ত্রণার ছোট ছোট ফোঁটাগুলা এক হইয়া দৌড়াবে,
ঘরের খোঁজে কাতর এদিক-ওদিক ঘুইরা বেড়ানো ধোঁয়াটা
কুণ্ডলী পাকাইয়া ঢুইকা পড়বে আমার ভিতর, শ্বাসরুদ্ধ হইয়া পড়বে আমার দিশাহারা হৃদপিণ্ডটা।

তোমার ছায়াটা যেন কখনই মিলাইয়া না যায় বেলাভূমিতে;
তোমার চোখের পাতাগুলা পাখা ঝাপটাইয়া যেন হারাইয়া না যায় দূরের শূন্যতায়।
আমারে এক সেকেন্ডের জন্যেও ছাইড়ো না, প্রিয়তমা,

কারণ ঐ একটা মুহূর্তেই তুমি সইরা যাইবা অনেক দূরে
মাটির উপরে আমি খুঁইজা মরব, জিজ্ঞাসা করব
তুমি কি আসবা ফিরা? যাইবা ছাইড়া আমারে, মরণ দিয়া?

তর্জমা © শরিফুল ইসলাম
ডিসেম্বর, ২৭, ২০১৬
[ডোন্ট গো ফার অফ — পাবলো নেরুদা]

Comments

comments

2,202 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *