আমি চাই, আমি চাই, আমি চাই,
বিষণ্ণ হইতে।
পাহাড়ের পেছনে পিছলাইয়া নাইমা পড়ে সূর্যটা
আমি চাই ফাঁকা হইতে, ভিতরে।
সবাই যে ভালোবাসা নিয়া প্রতিজ্ঞা করে, কোথায়,
খুঁইজা পাব আমার দোরগোড়ায়?
মনে হয় আমি সরাইয়া দিছি ভালোবাসা
ঝাড়ু দিয়া, দিনের পর দিন।
আমি চাই, আমি চাই, আমি চাই,
শূন্য হইতে।
ব্যথা নয়, অনুশোচনা নয়, আনন্দও নয়
আমি চাই শুধু শূন্যতা।
যেইখানে আমি ঝাপ দিব, হারাইয়া যাব।
শূন্যতায় গড়াইয়া পড়ব অনন্তকাল।
এইটা আমার পারসোনাল ইটার্নিটি।
আর আমি দেখতে পাই
দেখতে পাই, শূন্যে ভাসে শূন্যতা।
পড়তে থাকি……… মুক্ত
পড়তে থাকি…….. প্রশান্ত
পড়তেই থাকি……………………।
তর্জমা © শরিফুল ইসলাম
ডিসেম্বর, ২৩, ২০১৬
[আই ওয়ান্ট টু বি স্যাড — টমাস অ্যা রবিনসন]