সে সৌন্দর্যের বুকে হেঁটে বেড়ায়

সে সৌন্দর্যের বুকে হেঁটে বেড়ায়,
ঠিক মেঘহীন তারা ভরা আকাশের
রাতের মতই।
অন্ধকার আর আলোর উত্তম অংশটুকু
মিশে যায় তার চোখে, তার দৃষ্টিভঙ্গিতে।
এভাবেই সে গলে যায় কচি আলোয়
যা স্বর্গীয় ঝকঝকে দিনকেও অস্বীকার করে।

তার মুখে আলো-ছায়ার খেলা চলে,
ভারসাম্যের।
যা দোলা দেয় প্রতিটা দাঁড়কাকের বেণীতে,
অথবা আলোর আলতো ছোঁয়া লাগে তার চেহারায়,
যেখানে চিন্তার শান্ত সুন্দর বহিঃপ্রকাশ,
কি বিশুদ্ধ, কত প্রিয় তাদের থাকার জায়গাটা!

ঐ যে গালটার উপর, ঐ ললাটের উপর,
খুব নরম, শান্ত, তবু ভাবে পূর্ণ,
সেই বিজয়ী হাসি, সেই উজ্জ্বল আভা
বলে দেয় সুখের দিনগুলোর কথা।
এইসব নিয়ে শান্তিতে ডুবে থাকা মন,
নিষ্কলঙ্ক প্রেমে ভঁরা হৃদয়।

অনুবাদঃ শরিফুল ইসলাম
১৪/০২/২০১৬
মূলঃ শি ওয়াকস ইন বিউটি-লর্ড বাইরন

Comments

comments

2,371 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *