তোমায় ভালোবাসি না এই ভেবে যেন তুমি একটা নোনতা-গোলাপ, পোখরাজ
কিংবা পুষ্প তীর যা আগ্নি ছড়ায়ঃ
তোমায় ভালোবাসি ঠিক যেমন কেউ ভালোবাসে নির্দিষ্ট কিছু আবছা জিনিসকে,
গোপনে, ছায়া আর আত্মার মাঝখানে।
তোমায় ভালোবাসি গাছের মত, যে গাছ ফুল ফোটায় না কিন্তু বয়ে বেড়ায়
ফুলের রঙ, লুকানো, নিজের ভেতর,
এবং ধন্যবাদ তোমার ভালোবাসাকে, যার প্রখর সৌরভ
ধীরে ছড়িয়ে পড়ে আমার শরীরে।
আমি ভালোবাসি, না জেনে কিভাবে, কখন, কিংবা কোথা থেকে,
তোমাকে ভালোবাসি সরাসরি, কোন সমস্যা ছাড়া, কোন অহংকার ছাড়াঃ
তোমায় এভাবে ভালোবাসি কারণ ভালোবাসার আর কোন পথ আমার জানা নেই,
এই ধরনটা ছাড়া যেখানে আমিও নেই, তুমিও নেই,
খুব নিকটে, আমার বুকে তোমার রাখা হাতটা আমার,
খুব নিকটে, আমার স্বপ্ন নিয়ে মুদে আছে তোমার চক্ষুদ্বয়।
তর্জমা
মার্চ ১৬, ২০১৬
মূলঃ ওয়ান হ্যান্ডরেড লাভ সনেটসঃ ১৭ — পাবলো নেরুদা