তোমার পা

যখন তোমার মুখের দিকে চাইতে পারি না,
চোখ রাখি তোমার পায়ে।
তোমার বাঁকা হাড়ের পা,
তোমার শক্ত ছোট্ট পা।
জানি পা দুটো তোমার আলম্বন,
তাঁরা বয়ে বেড়ায় তোমার শরীরের
মিষ্টি ওজনের ভার।
তোমার কটিদেশ, তোমার বক্ষদ্বয়,
তোমার স্তনাগ্রের
দ্বিগুণিত রক্তবর্ণ।
তোমার চোখের কোটরদ্বয়
যারা এইমাত্র উড়ে চলে গেল,
তোমার প্রশস্ত ফলময় মুখ,
তোমার লাল বেণী,
আমার ছোট্ট দুর্গ।
কিন্তু আমি কেবল তোমার পা দুটোকে ভালবাসি
কারণ তাঁরা হেঁটে বেড়িয়েছে
মাটির উপর, বাতাসের উপর,
এবং জলের উপর; তাঁরা হেঁটেছে
আমাকে খোঁজে পাওয়ার আগ পর্যন্ত।

তর্জমা
এপ্রিল ১৫, ২০১৬
মূলঃ ইউর ফিট — পাবলো নেরুদা

Comments

comments

6,670 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *