love is a mystery joachim g pinkawa

অব্যাখ্য

সবকটি ভাষা — সবগুলো শব্দমালা
গিলে খেয়ে বসে আছো নিশ্চুপ।
একটা শব্দ — একটাও অবশিষ্ট নেই
তোমাকে ব্যাখ্যা করার।

সবকটি গ্রহ — প্যারালাল সব ব্রহ্মাণ্ড
গিলে খেয়ে বসে আছো নিশ্চুপ।
একটু জায়গা — তিল পরিমাণও অবশিষ্ট নেই
তোমাকে ধারণ করার।

আর এইখানে শব্দহীনতায় আমি শব্দ ছুড়ি
কুকুরের মুখে হাড্ডি ছোড়ার মতই।
আমি অতীত ছুড়ি, ভবিষ্যৎ ছুড়ি,
ছুড়ে ফেলি এই ‘আমি’ টাকেও।

কয়েকটা শব্দ দাও আমায়
শুধু আমার নীরবতাটা ভাগ করে নিব
তোমার সাথে, অতঃপর হবো তুমি।

শরিফুল ইসলাম।
নভেম্বর ০৯, ২০১৬।

Comments

comments

1,772 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *