আপনে যা দেখতে চান

আপনে যদি চক্ষে অন্ধকার দেখেন, বুইঝা নিয়েন আপনে অন্ধকারই দেখতে চাইছিলেন, আলো না। কিন্তু আপনের স্বভাব অন্ধকাররে দোষারোপ করা। এইখানে বাত্তি নিভানো অন্ধকারের আলাপ হইতাছে না। যদি ঈশ্বররে দেখতে চান, চক্ষু মেইলা চাইয়া থাকেন, দেখতে পাইবেন। তবে সেইটা সাবজেকটিভ, কারণ আপনের দেখা ঈশ্বরটা শুধু আপনারই। যদি লুসিফার অথবা ইবলিশরে দেখতে চান, তারও দেখা পাইবেন, চাইলে কথাও কইতে পারবেন। আপনে ভূত দেখতে চান? খেয়াল কইরা দেখেন আপনে ভূতের আস্তানায় বইসা আছেন। যদি আপনে কিছুই দেখতে না চান, দেখেন আপনে কিছুই দেখতাছেন না। কিছুই না। সব ভুয়া। সব দেখাদেখি চলে আপনার মনে। আপনার মন হইল আপনার রিয়েলিটির প্রজেক্টর। আপনের মনের প্রজেকশনেই আপনের জীবনের সিনেমাটা চলে। এই সিনেমা দেইখাই আপনে হাসেন, আপনে কান্দেন। আলটিমেটলি, এই মুহূর্তে আপনে যা দেখতাছেন, তা আপনে দেখতেই চাইছিলেন। আপনের এই দেখার বাইরে আর কোন কিছুরই অস্তিত্ব নাই, অন্তত আপনার জগতে নাই।

জুন ২০, ২০১৬।

Comments

comments

1,525 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *