4

ভালোবাসার দর্শন


ঝর্ণারা মিশে যায় নদীতে,
আর নদীরা সমুদ্রে,
স্বর্গ থেকে বয়ে চলা হাওয়া চিরতরে মিশে যায়
মিষ্টি আবেগে;
এ ধরায় কোন কিছুই একা নয়,
ঐশ্বরিক নিয়মে সবকিছুই
মিলে যায়, মিশে যায় এক আত্মায়।
তবে কেন আমি মিশবো না তোমাতে? —

দেখো, পর্বত গুলো চুমু খায় সুউচ্চ স্বর্গকে,
আর ঢেউয়েরা আঁকড়ে ধরে একে অপরকে,
কোন পুষ্প-ভগিনীই কখনও ক্ষমা পায়না
যদি অবজ্ঞা করে তাঁর ভাইকে;
সূর্যলোক আঁকড়ে ধরে পৃথিবীকে,
আর চন্দ্রলোক চুমু খায় সমুদ্রকে,
এতসব মিষ্টি ঘটনার কি মূল্য
যদি তুমি চুমু না খাও আমাকে?

অনুবাদ
২৬/০২/২০১৬
মূলঃ লাভস ফিলসফি— শেলি

Comments

comments

1,629 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *